রাজশাহী প্রতিনিধিঃ
বোয়ালিয়া থানার বিশেষ অভিযানে ৫০ গ্রাম হিরোইন ও ২০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়।
আটক ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৩৪)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন আটরশিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত সাগর আলীর ছেলে ।
গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে এস আই মতিনের নেতৃত্বে টার্মিনাল পুলিশ বক্স ইনচার্জ এটিএসআই নাসির, এএসআই সেলিম শাহাজাদা, ফোর্স ইমাম হাসান, একাব্বর, সাজেদুল ইসলাম মিলে উক্ত ব্যক্তিকে মাদকসহ আটক করেন ।
ঘটনার বরাতে জানা যায়, ৫ অক্টোবর ১৪.২০ ঘটিকায় গোপন সংবাদে ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল বাস টার্মিনালস্থ জনৈক আজিজুল হক জীবন এর অস্থায়ী পানের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ আবুল কালাম আজাদ ( কালাম) (৩৪), ৫০ গ্রাম হেরোইন ও ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। উক্ত মাদক ব্যবসায়ী সুদূর চাঁপাইনবাবগঞ্জ হতে তার ব্যবহৃত ডান পায়ের স্যান্ডেলের তলায় ইয়াবা ট্যাবলেট এবং বাম পায়ের স্যান্ডেলের তলায় হেরোইন নিয়ে অভিনব কায়দায় রাজশাহী হয়ে ঢাকায় উদ্দেশ্যে যাচ্ছিল মর্মে জানা যায়। বর্ণিত মাদকদ্রব্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তার নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ হতে উক্ত হেরোইন ও ইয়াবা ট্যাবলেটগুলো ক্রয় করে লোকাল বাস যোগে শিরোইল বাস টার্মিনালে নেমে ঢাকাগামী বাসে ঢাকায় যাওয়ার জন্য অবস্থান করছিল। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, আসামী ঢাকার চান্দুরায় বর্ণিত হেরোইন ও ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রয় করবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন আর এমপি মিডিয়া মুখ্যপাত্র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রুহুল কুদ্দুস ।