সানোয়ার আরিফ রাজশাহী ব্যুরোঃ
বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম-বার পুলিশ একাডেমি সারদায় আগমন উপলক্ষ্যে বিমানবন্দরে তাকে ও তার সহধর্মীনিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আজ ২ জানুয়ারী (শনিবার) সকাল ১০.৪০ ঘটিকায় শাহমুখদুম বিমানবন্দরে আরএমপি ও রাজশাহী রেঞ্জ পুলিশের উর্ধ্বতন অফিসারবৃন্দ এই ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে আরএমপি প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাননীয় ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ ড. বেনজীর আহমেদ, বিপিএম-বার পুলিশ একাডেমি সারদায় আগমন উপলক্ষ্যে আজ ০২/০১/২০২১ খ্রিঃ সকাল ১০.৪০ ঘটিকায় রাজশাহী বিমান বন্দরে আইজিপিকে ফুলেল শুভেচ্ছা জানান আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এবং জনাব জীসান মীর্জা, সভানেত্রী, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কে ফুলেল শুভেচ্ছা জানান আরএমপি’র পুনাক সভানেত্রী মিসেস লায়লা পারভেজ টপি।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম। একই সময় আরো উপস্থিত ছিলেন বিশেষ পুলিশ সুপার এ এফ এম আনজুমান কালাম, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম ও রাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার) সহ আরএমপি ও রাজশাহী রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
উল্লেখ্য, আগামীকাল রবিবার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীর প্যারেন্ড গ্রাউন্ডে ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গণভবন প্রান্ত থেকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ (ভার্চুয়াল) করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমী প্রান্তে উপস্থিত থেকে সভাপতির বক্তব্য দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।