রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুর থানার ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের গোছা বাজারে বিট পুলিশিং কেন্দ্র উদ্বোধন করলেন স্থানীয় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।
বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার (২২ই সেপ্টেম্বর) বিকেলে গোছা বাজারের মাছ পর্ট্রিতে থানা পুলিশের আয়োজনে ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্রের উদ্বোধন করে কার্যক্রম চালু করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সকলের সামনে বক্তব্য রাখেন এমপি আয়েন উদ্দিন। এ সময় তিনি বলেন, আপনারা পুলিশকে অহেতুক হয়রানি করবেনা। আবার কোন লোক যেন পুলিশের হয়রানির শিকার না হয় সেদিকে সকলে খেয়াল রাখবেন। আর বিশেষ করে মাদকের ব্যাপারে নজর বৃদ্ধির জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
এর আগে জনসাধারণকে বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে সচেতন করতে বক্তব্য রাখেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব। বক্তব্য শেষে তিনি জন সাধারণের সঙ্গে বিট পুলিশিং এর বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। বিট পুলিশিং নিয়ে আরো বক্তব্য রাখেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাক আহমেদ, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ, ২নং ঘাষিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বাবলু সহ প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে