রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর পবার হারুপুরে পদ্মা নদীতে ১৩ জন যাত্রী নিয়ে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এর মধ্যে ১১ জন সাঁতরে তীরে ফিরে আসলেও দুইজন নিখোঁজ রয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজদের মধ্যে সুচনা নামের একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং রিমন নামের একজন অষ্টম শ্রেণির ছাত্র রয়েছে।

রাজশাহীর ফায়ার সার্ভিস  অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, শুক্রবার বিকেলে ১৩ জন যাত্রী একটি ছোট ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পদ্মা নদীতে বেড়াচ্ছিলো। বিকেল ৫টার দিকে নৌকাটি পদ্মার হারুপুরে ডুবে যায়। ১১ জন যাত্রী স্থানীয় লোকজনের সহায়তায় ও সাঁতরে তীরে এসে পৌঁছায়। বাকি দুইজন নিখোঁজ রয়েছে।

 

জাকির হোসেন আরো জানান, উদ্ধারকৃতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরী দল কাজ করছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে