রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে বন্ধুর ছুরিকাঘাতে বাস্কেটবল খেলোয়াড় ব্যাটালিয়ান আনসার সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান মিজান (৩৫)।
তিনি রাজশাহী নগরীর হেতেমখা এলাকার মোহাম্মদ মিন্টু মিয়ার ছেলে।
ঘটনায় নিহত মিজানের বন্ধু মাধবকে খুঁজছে পুলিশ।
পারিবারিক সূত্র জানায়, শনিবার রাত আটটার দিকে বন্ধুু মাধবের সঙ্গে কলহের জেরে মারামারির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় মিজানুর রহমান মিজানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। কর্তব্যরত ডাক্তার তাৎক্ষণিকভাবে মৃত ঘোষণা করেন।
নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন মিজানুর রহমান হত্যার বিষয়টি স্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।