মোঃ পাভেল ইসলাম বিশেষ প্রতিনিধি:
রাজশাহীতে নগরীতে একটি নকল ওষুধের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ওষুধ ও আনিসুর রহমান ওরফে আনিস (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে নগরীর চন্দ্রিমা থানার ভদ্রা জামালপুর এলাকায় আনিসের বাড়িতে অভিযান চালায়।
আনিসুর রহমান ওরফে আনিস নামের এক ব্যক্তি নিজের বাড়িতেই এই কারখানা গড়ে তুলেছিলেন। অনেকটা নির্জন এলাকার এই বাড়িটির একটি ঘরে মেশিন বসিয়ে ওষুধ তৈরি করতেন আনিস। বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করেছে ডিবি পুলিশ।অভিযানে আনিসকে আটক করা হয়েছে। তাঁর বাবার নাম মৃত আনসার আলী।
অভিযানটি পরিচালনা করেন নগর ডিবি পুলিশের সহকারী কমিশনার রাকিবুল হাসান।
তিনি বলেন, নিজেদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। এ সময় চারটি নামি কোম্পানীর বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করা হয়েছে। ওষুধের কারিগরকেও আটক করা হয়েছে।
এসব ওষুধ আনিস রাজশাহী মহানগরীর বিভিন্ন ফার্মেসীতে দিতেন। অধিক লাভের আশায় কিছু কিছু ফার্মেসী মালিক তা কিনতেন।আনিসের বাড়িতে পাওয়া নকল ওষুধের পরিমাণ কত তা এখনই বলা যাচ্ছে না।
এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।