রবিউল ইসলাম, দুর্গাপুর(রাজশাহী) :
‘যদিও মানছি দূরত্ব তবুও আছি সংযুক্ত’ প্রতিপদ্যকে সামনে রেখে রাজশাহী দুর্গাপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১২ ডিসেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিনি হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব আলী মোল্লা, সহকারী কমিশনার ভূমি শুভদেবনাথ, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মাহামুদুল হাসান, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, খলিল, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রব, দুর্গাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুল আজিজ সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।