রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুরে গৃহহীনদের ঘর নির্মাণের জন্য খাস জমি অনুসন্ধান ও পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

৫ অক্টোবর বৃহস্পতিবার রাজশাহী দুর্গাপুর উপজেলার লক্ষনখলশী ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন দেলুয়াবাড়ী ইউনিয়নের আমগ্রাম বেড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার নেতৃত্বে প্রকল্প কর্মকর্তা ও ভূমি কর্মকর্তা সহ একটি দল মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত গৃহহীনদের ঘর নির্মাণের জন্য খাস জমি অনুসন্ধান ও পরিদর্শন করেন।

অনুসন্ধান শেষে খাস জমির সীমানা নির্ধারন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা। উপজেলা প্রকল্প কর্মকর্তা বেলাল হোসাইন, লক্ষনখলশী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা অহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা গৃহ নির্মান প্রকল্প তৈরীর জন্য প্রকল্প কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে