রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে সদ্য নির্মিত কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র(টিটিসি) ভবনে কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।
নব নির্মিত টিটিসি ভবনের বয়স মাত্র দেড় বছর। এরই ভেতর দেখা দিয়েছে বিভিন্ন সমস্যা। International Cooperation Agency (KOICA) এবং বিএমইটি এর মধ্যে চুক্তি অনুযায়ী রাজশাহী টিটিসিকে আধুনিকায়ন করা হয়েছে। দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষে রাজশাহী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র(টিটিসি) এর আধুনিকায়নে ৮৮ কোটি টাকার মধ্যে ৬৭ কোটি টাকা দিয়েছে এবং বাংলাদেশ সরকার ব্যয় করেছে ২১ কোটি টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন,লাইন গত তিন,চার দিন ধরে হঠাৎ করেই ইলেকট্রিক সাপলাইয়ের তার পুড়ে যাওয়ায় অন্ধকারেই আছে ভবনটি।অনুসন্ধানে উঠে এসেছে, ইলেকট্রিক লাইন মাটির নিচ দিয়ে(আন্ডারগ্রাউন্ড) কাজ করার সময় পুরোটা নতুন তার না দিয়ে আগের পুরনো তারের সাথে নতুন তার জোড়া তালি দিয়ে কাজ করা হয়েছে। সে জন্যই তার পুড়ে যায়। করোনার কারনে প্রশিক্ষণ বন্ধ নইলে সটশার্কিট হয়ে আবাসিক ছাত্র-ছাত্রীর মৃত্যুসহ দুর্ঘটনার কবলে পড়তো।এবং ভবনটিতে আগুন ধরে বড় ধরনের ক্ষতি হতে পারতো।
এ বিষয়ে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এস,এম ইমদাদুল হক বলেন, এটা তেমন কোন বিষয় না।এটা গণপূর্ত করেছে তারাই ভালো মন্দ জানে।এর বেশি আমি কিছু বলতে চায় না।
এ বিষয়ে গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো,মোস্তাফিজুর রহমানকে তার মুঠো ফোনে কয়েক বার কল দিলেও কল রিসিভ করে নাই।