রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন সনাতন চক্রবর্তী।
গতকাল বুধবার (২৬ মে) পুলিশ সুপার কার্যালয়ে যোগদানকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হিসেবে কর্মরত ছিলেন মাহমুদুল হাসান। তিনি পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে র্যাবে বদলি হয়েছেন। এরই প্রেক্ষিতে যোগদান করলেন অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।
অপরদিকে, পদন্নতি পেয়ে বদলি হওয়া রাজশাহী জেলা পুলিশের অফিসারদের পুলিশ লাইন্সে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।
সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি সূত্রে র্যাবে বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে মুন্সিগঞ্জ জেলায় বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব ও সদ্য অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি সূত্রে আরএমপিতে বদলি হওয়া মো. নূরে আলমকে বিদায় সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ইফতেখায়ের আলমসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।