রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুরে হিরোইন ও গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আমজাদ হোসেনকে আটক করেছেন জেলা ডিবি পুলিশ।

রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৫ টার সময়ে দেবিপুর বাজারের পূর্ব পাশে থেকে তাকে গ্রেফতার করেন।

আটক আসামী দুর্গাপুর পৌরসভার দেবিপুর গ্রামের দেরাজ প্রামাণিক এর ছেলে আমজাদ হোসেন (৫০) । অভিযানটি পরিচালনা করেন রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ শাখার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রেজা সরকার তার সঙ্গীয় অফিসার ফোর্স।

এ সময় তার কাছে থাকা ২০ গ্রাম হিরোইন ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় আমজাদ হোসেনের ছেলে জসিম পালিযে যায়।

তাদের বিরুদ্ধে দূর্গাপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা ডিবি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে