বিশেষ প্রতিনিধি,রাজশাহী :
রাজশাহীর পুঠিয়ায় মাদক ব্যবসায়ী মিলনকে (৩৪) আটক করেছেন থানা পুলিশ। এসময় তার কাছে থাকা এক হাজার ৩৪০ পিস ইয়াবা, ১৪০ গ্রাম হেরোইন ও এক কেজি গাঁজা জব্দ করা হয়।
আটককৃত মিলন বানেশ্বর বাজার এলাকার হায়দার আলীর ছেলে। বুধবার দুপুরে পুলিশ গোপন সংবাদে উপজেলার বানেশ্বর ডাউল মিলের পাশের রাস্তায় মাদকদ্রব্যসহ তাকে আটক করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত মিলন দীর্ঘদিন থেকে বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের মাধ্যমে আজ মাদকসহ তাকে আটক করা হয়েছে।
এ বিষয়ে তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হয়।