রবিউল ইসলাম দুর্গাপুর,রাজশাহী :

রাজশাহীর দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক যুবক মোহাম্মদ আলী নিহত হয়েছে।

এই ঘটনায় দুর্গাপুর থানায় অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে। নিহত মোহাম্মাদ আলী উপজেলার মঙ্গলপুর গ্রামের মজিবর রহমানের পুত্র।

২৮ নভেম্বর শনিবার সকাল ১০টার দিকে দুর্গাপুর উপজেলার আলীপুর বাজার থেকে তাহেরপুর বাজারের দিকে যাইতেছিল মোটরসাইকেল আরোহী যুবক। উজানখলশী গাবতলা নামক স্থানে সিএনজিকে ওভারটেক করতে গিয়ে সিএনজি গাড়ীর সাথে ধাক্কা লেগে সিএনজির সামনে থাকা তাহেরপুর গামী কয়লা বোঝাই ট্রাকের পেছনে মোটর সাইকেলটির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক মোহাম্মাদ আলী ও তার মোটসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় লোকজন আহত মোহাম্মাদ আলীকে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

এ বিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাশসত আলী জানান, দূর্ঘটনায় নিহত’র ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে