রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুরে মোবাইল ফোন হারানোর বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত নারীর প্রায় ৩ মাস চিকিৎসাধীন থাকার পরে মৃত্যু হয়েছে।
ওই নারীর নাম সাবিরা বেগম (৪২) তিনি উপজেলার বেড়া গ্রামের আকরাম আলী স্ত্রী। এঘটনায় ৪ জনকে আসামী করে সন্ধ্যায় দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের ভাই মোয়াজ্জেম। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো একই গ্রামের মৃত আব্দুল খালেক মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম (৪০) ও আবুল হোসেনের স্ত্রী মিনা বেগম (৪৫)।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে উপজেলার বেড়া গ্রামে গত (২০ আগস্ট) প্রতিবেশি আশরাফ আলী ও তার স্ত্রী নার্গিস বেগম চৌর সন্দেহে নিহত সাবিরা বেগমের ছেলে জাহিদের সাথে বাকবিতন্ডে জড়িয়ে পড়েন। এসময় সাবিরা বেগম তার সন্তানকে উদ্ধারে এগিয়ে আসলে প্রতিপক্ষরা তাকে মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরেন। এরপরে তার শরীরে আবারো অবনতি দেখা দেয়। এরপর তাকে আবারো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে ১৫ দিন চিকিৎসাধীন অবস্থায় ৮ নভেম্বর ভোর ৪ টার দিকে তার মৃত্যু হয়।
এবিষয়ে দুর্গাপুর থানার (ওসি) খুরশিদা বানু কনা জানান, সাবিরা বেগম নিহতের ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। ওই মামলার প্রেক্ষিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।