রাজশাহী ব্যুরো:

রাজশাহী চারঘাট থানাধীন ইউসুফপুর এলাকায় কুখ্যাত মাদক কারবারীদের হামলায় সুজন নামের এক ব্যাক্তি গুরুত্বর আহত হয়েছেন।

জানা যায় গত ২১/০৩/২০২১ তারিখ (রবিবার) রাত্রী ৮টায় ইউসুফপুর এলাকায় মাদক কারবারিদের অতর্কিত হামলায় সুজন (২৭) নামের এক ব্যাক্তি আহত হন। আহত সুজন ইউসুফপুর পশ্চিম পাড়া এলাকার জিয়ারুলের ছেলে। এ ঘটনায় ইউসুফপুর বাজারে সন্ধ্যার পর জনসূন্য হয়ে পড়েছে এবং এলাকার সকলের মধ্যে আতংকের সৃষ্টি দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী (১) মৃত আমলুর ছেলে সপন আলী, (২) মৃত ফনুর ছেলে জোয়াদ, (৩) মৃত দাউদের ছেলে জামু (৪) মৃত গাজীর ছেলে সাইদুল সুুুজনকে ইউসুফপুর বাজার থেকে ডেকে নিয়ে ফাঁকা জায়গায় কথা বলবে বলে ডেকে নিয়ে যান। সেখানে সুজন গেলেই মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র দিয়ে মারতে থাকে সুজনকে। পরে সুজন চিৎকার দিলে বাজারের লোকজন তার চিৎকার শুনতে পেয়ে সেখানে ছুটে যান। তারা দেখেন সুজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং সুজনের শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত দেখা যায়।বাজারের লোকজনের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এলাকাবাসী আহত সুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেকে) ভর্তি করেন। মাদক ব্যবসায়ীরা সকলেই ইউসুফপুর এলাকার সিপাইপাড়ার বাসিন্দা। তাদের বিরুদ্ধে থানায় একাধীক মামলা আছে বলে জানা যায়। তারা আরো বলেন মাদক ব্যবসায়ীরা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তাদের মাদক ব্যবসা চালিয়ে জান। কেউ প্রতিবাদ করলেই প্রাণ নাশের হুমকি, নইলে মাদক দিয়ে ফাঁসিয়ে দেবার হুমকি দেয় বলে জানান তারা।

সুজনের ভাই জানান, কিছুদিন আগে সপন, জোয়াদ, জামু ও সাইদুলের ফেন্সিডিলের চালান বিজিবির হাতে ধরা পড়ে। সে সকল মাদক কারবারিদের ধারনা আমার ভাই সুজন ধরিয়ে দিয়েছে। সে জন্যই আমার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করেন। সুজন রাজশাহী মেডিক্যাল কলেজের ৫নং ওয়ার্ডে ভর্তি আছে তার শরীলে ১৫০ টির ও বেশি সেলাই পড়েছে। এখনো আমার ভাইয়ের অবস্থার কোন উন্নতি হয়নি বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চারঘাট থানার সার্কেল এএসপি নূরে আলমের মুঠোফোনে ফোন দিলে তিনি বলেন, মামলার প্রক্রিয়া চলছে। মামলার পরেই সে সকল মাদক কারবারীদের আইনের আওতাই আনা হবে বলে জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে