রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীতে হঠাৎ করেই শুরু হয় তুমুল বৃষ্টি। হঠাৎ এই বৃষ্টিতে বিপাকে পড়েন সাধারন মানুষ। আর এত ভোগান্তি পোহাতে হয় ঈদের বাজার করতে আসা ক্রেতাদের।

বৃষ্টি শুরু হলে ক্রেতাদের ব্যাগ হাতে এদিক-ওদিক ছোটাছুটি করতে দেখা যায়। সবাই গিয়ে মার্কেট-শপিংমলের ভেতরে আশ্রয় নেন।

তবে এই বৃষ্টিতে বেকায়দায় পড়েন ফুটপাতের দোকানীরা। তাঁদের ঈদবাজার ভাসিয়ে দেয় বৃষ্টি। দুপুরের পর বৃষ্টি থামলে তাঁরা আবার নতুন করে দোকান সাজাতে শুরু করেন। কিন্তু বৃষ্টির কারণে তাঁদের প্রায় দুই ঘণ্টা দোকান পুরোপুরি গুটিয়ে রাখতে হয়।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা ৩৫ মিনিটে বৃষ্টি শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত ১৩ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। দুপুর ২টার পরও বৃষ্টি হচ্ছিল।

বৃষ্টি কিছুটা থামলে দুপুর আড়াইটার দিকে আরডিএ মার্কেটের ভেতর থেকে ক্রেতাদের হুড়োহুড়ি করে বের হতে দেখা যায়। সবার হাতেই ছিল ব্যাগ। বৃষ্টিতে আটকা পড়েও মার্কেটের ভেতরেই কেনাকাটা করতে পেরে তাঁরা খুশি। তবে মার্কেটের সামনের দিকে এবং ফুটপাতে খোলা আকাশের নিচে কিংবা শুধু পলিথিন টানিয়ে যাঁরা ব্যবসা করেন তাঁদের মাথায় হাত পড়েছে।

নগরীর গণকপাড়া এলাকায় খোলা আকাশের নিচে কাপড় বিক্রি করেন আহসান হাবিব। তিনি বলেন, দুই-তিন ঘণ্টা ধরে বৃষ্টি। মালামাল সব গুছিয়ে নিতে হয়েছে। ঈদের সময় এতে খুব ক্ষতি হয়ে গেল। তিনি বলেন, ‘ঈদের আগে এখনই বেচাবিক্রির সবচেয়ে ভাল সময়। বৃষ্টিটা না হলে খুব ভাল হতো।’

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক দেবল কুমার মৈত্র বলেন, গত দুদিন ধরে রাজশাহীতে অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে। তবে মঙ্গলবার দুপুরে বেশ ভাল বৃষ্টি হয়েছে। আরও বৃষ্টির সম্ভাবনা আছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে