রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর পবার কাটাখালি এলাকায় মহাসড়কের উপর বাস , লেগুনা ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১১ জন নিহতের খবর পাওয়া গেছে। তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার দুপুরে কাটাখালি কাপাসিয়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাগেছে, রাজশাহীর দিক হতে হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। অন্যদিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঢাকার দিক থেকে রাজশাহীর দিকে আসছিল। অন্য একটি যাত্রীবাহী সিএনজি রাজশাহী থেকে বানেশ্বরের দিকে যাচ্ছিল। বাস এবং মাইক্রোবাস ও সিএনজিটি রাজশাহীর কাটাখালির কাপাশিয়া এলাকায় পৌঁছানোমাত্র নিয়ন্ত্রণ হারিয়ে ত্রীমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে,আগুন ধরে যায়। ভিতরেই আগুনে পুড়ে ১১জন নিহত হন।
আহত ও নিহতদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে ৪ জন নারী, ২ জন শিশু এবং বাকি সকলে পুরুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে