রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীতে আলীমগঞ্জ জবির মোড়ে অভিনব কায়দায় হেরোইন বিক্রর সময় অভিযান চালিয়ে ১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

এসময় গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার ব্যবহৃত স্যান্ডেলের তলার ভিতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বাদশা আলী (৩৮) গোদাগাড়ী থানার দিয়ার মানিকচক গ্রামের মো. অবেদুল্লাহর ছেলে।

গতকাল (২০ মে) দুপুরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.আমিনুর রহমান এই অভিযান পরিচালনা করেন। আজ শুক্রবার (২১ মে) সকালে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচলনা করছিলো।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দামকুড়া থানার আলীমগঞ্জ জবির মোড়ে এক ব্যক্তি হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে দামকুড়া থানার আলীমগঞ্জ জবির মোড়ে অভিযান চালিয়ে ঐ ব্যক্তিকে গ্রেফতার করে ডিবি। গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার ব্যবহৃত স্যান্ডেলের তলার ভিতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে