রাজশাহী প্রতিনিধিঃ

করোনার দ্বিতীয় দফা নিয়ন্ত্রণে সরকারের কঠোর নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনেও রাজশাহী আরডিএ মার্কেটের ব্যবসায়ীরা দোকান খুলে ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার পর হতে আরডিএ মার্কেটের দোকানগুলো খুলতে শুরু করে। শুরুতে অল্প সংখক দোকানপাট খুললেও বেলা বাড়ার সাথে সাথে দোকান খোলার সংখ্যা বাড়তে থাকে।

কঠোর নিষেধাজ্ঞার দিন আরডিএ মার্কেটের ব্যবসায়ীরাদোকান খুলে ব্যবসা চালিয়ে যাবার ঘোষণা দেয়। কঠোর নিষেধাজ্ঞার প্রথমদিনে ব্যবসায়ীরা দোকান খুলে ব্যবসায়ীক কার্যক্রম চালাতে শুরু করলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এসে বাঁধা দিলে হট্টগোলের সৃষ্টি হয়।

আজ মঙ্গলবার মার্কেটের বেশীর ভাগ দোকান খোলা রাখতে দেখা গেছে। তবে ক্রেতাদের সংখ্যা ছিলো খুবই নগন্য।

আরডিএ মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, গত লকডাউনে আমাদের অনেক আর্থিক ক্ষতি হয়েছে। ঈদের আগে রমজান মাস ব্যবসার মূল সময়। দোকানে অনেক কর্মচারী আছে তাদের কে বেতন ভাতা দিয়ে চলতে হয়। ব্যবসা না চালালে হাত গুটিয়ে বসে থাকতে হবে। ব্যবসায়ীরা জানান সরকারী চাকুরীজীবিরা অফিস করছে তারাও বন্ধ করে দিয়ে লকডাউন পালন করুক। আমাদের উপর করলে অমানবিক হবে বলে জানান। ব্যবসায়ীরা সরকারের প্রতি অনুরোধ জানান, সকল স্বাস্থ্য বিধি মেনে আমরা ব্যবসা করবো তবে আমাদের যেনো বাঁধা না দেয়।

এদিকে সরকারের কঠোর নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে পুলিশকে গণসচেতনতা বাড়াতে বেশ তৎপর দেখা গেছে। তবে কঠোর নিষেধাজ্ঞার আওতায় দোকান গুলো ছাড়াও অন্যান দোকানগুলো খুলা থাকলেও পুলিশকে সেই দোকানগুলো বন্ধ করতে কার্যকর ভূমিকা রাখতে দেখা যায় নি। অপরদিকে,নগরীর নিউমার্কেটের সামনে গাউছিয়া মোবাইল মার্কেটেও দোকান খুলতে দেখা গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে