রাজশাহী প্রতিনিধিঃ ফুডপান্ডা বয়কটের ঘোষণা দিয়েছে রাজশাহী রেস্তোরাঁ মালিক সমিতি। সমিতির পক্ষ থেকে বহুজাতিক কোম্পানি ফুডপান্ডা বয়কটের নোটিশ জারি করা হয়েছে।

রোববার সমিতির এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে রাজশাহীর রেস্তোরাঁর মালিকরা। বৈঠকে মালিকরা বলেন, যতদিন না তাদের দাবি মেনে নেয়া হচ্ছে ততদিন রাজশাহীর স্থানীয় ডেলিভারি প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে গ্রাহকদের বাসায় খাবার পৌঁছাবেন।
রেস্তোরাঁ মালিকদের পক্ষ থেকে মৌখিক এবং লিখিত দাবি মেনে না নেয়া পর্যন্ত রাজশাহীর রেস্তোরাঁগুলো ফুডপান্ডা ডেলিভারি সার্ভিস বন্ধ থাকবে।
গত ২৫ আগস্ট ফুডপান্ডাকে রাজশাহী রেস্তোরাঁ মালিক সমিতি কয়েকটি দাবি জানায়। দাবি জানানোর পরেও কোম্পানির পক্ষে অপারগতা এবং অসহযোগিতা লক্ষ্য করা গেছে। মূলত দাবিগুলো না মানা পর্যন্ত রেস্তোরাঁ মালিকরা ফুডপান্ডাকে বয়কটের সিন্ধান্ত নিয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজ আহম্মেদ খান, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু, সহসভাপতি মাহাবুব আলম, রাজশাহী চাইনিজ রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা (নানকিং) এহসানুল হুদা দুলু, সহ-সাধারণ সম্পাদক এসএম সিহাব উদ্দিন, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম পান্না, প্রচার সম্পাদক আশফাক হোসেন ইমন, অর্থ সম্পাদক শেখ আশিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আবু তাহের, মহিলা বিষয়ক সম্পাদক নাবিলা নওরিন, সদস্য তুষার আবদুল্লাহ, ইমতিয়াজ জামিল দিপন প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে