রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীতে জাতীয় দৈনিক আমাদের কন্ঠের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৫বর্ষে পদার্পণ উপলক্ষে “সোনার বাংলা বিনির্মাণের অগ্রগতি ও অগ্রযাত্রায় রাজশাহী” শীর্ষক আলোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
আমাদের কন্ঠের ব্যুরো প্রধান সানোয়ার রহমান আরিফের সভাপতিত্বে, অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক এই বাংলা পএিকার রাজশাহী প্রতিনিধি পাভেল ইসলাম মিমুল।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা, রাজশাহী মহানগর আ.লীগের সহ-সভাপতি ও রাজশাহী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নাঈমুল হুদা রানা।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাড: হেলাল আহমেদ অতিরিক্ত পি.পি রাজশাহী জর্জ কোর্ট রাজশাহী।
উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দৈনিক স্বদেশ বিচিএার ব্যুরো প্রধান সাংবাদিক সাগর নোমানী, মুভি বাংলা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান সাংবাদিক রায়হানুল ইসলাম, সাংবাদিক আব্দুল খালেক, সাংবাদিক জসিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাসদ রাজশাহী মহানগরে সহ সভাপতি শরিফুল ইসলাম,রাসিক ২৮ নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও ২৮ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী কাজল,মোশাররফ হোসেন, চেয়ারম্যান সূর্য উন্নয়ন সংস্থা,সাংবাদিক নূর মোহাম্মদ সিদ্দিকী আব্দুল বাতেন বাবু,সাধারণ সম্পাদক রাজশাহী জেলা হিউম্যান হলার মালিক সমিতি,আকবর হোসেন অর্থ সম্পাদক রাজশাহী জেলা হিউম্যান হলার মালিক সমিতি,সামিউল রাফি বাবু,মোবারক হোসেন খোকন প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান হক গ্রুপের সরকারি মিডিয়া তালিকাভুক্ত ও অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়িত মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে আবদ্ধ পাঠকের অকুণ্ঠ ভালোবাসায় জাতীয় পত্রিকা “দৈনিক আমাদের কন্ঠ” এর ১৪ তম বর্ষপূর্তি ও ১৫ তম বর্ষে পদার্পন করেছে।
অনুষ্ঠানের শেষ পর্বে কেক কেটে ধুমধামের সাথে দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।