রাজশাহী প্রতিনিধিঃ
জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ (হাবিব-ননী) রাজশাহী মহানগর সম্মেলন-২০২১ আজ ২০ শে মার্চ শনিবার সকাল ১১ টায় রাজশাহী কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগ (হাবিব-ননী) কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক রাসিদুল হক ননী। সকাল ১১টায় রাজশাহী কলেজের রজনীকান্ত মঞ্চে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হয়।
এ সময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মজিবুল হক বকু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, রাজশাহী মহানগর জাসদের সভাপতি ও রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস আব্দুল্লাহ আল মাসুদ শিবলী কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা সম্পাদক জুলফিকার মান্নান জামী মহানগরের সাধারন সম্পাদক আমিরুল কবির বাবু, জাতিয় যুব জোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সুজন, জাসদ নেতা শাহরিয়ার রহমান সন্দেশ, আবু সুফিয়ান বাবু, আশরাফুল ওমর দুলাল, বাহাউদ্দিন বাহার, সাইফুল করিম কাজল, গাজী আলমগীর কবীর,যুবজোট নেতা, সুমন চৌধুরী, পাভেল ইসলাম মিমুল, ফয়সাল রানা প্রমুখ।
উদ্বোধনী অধিবেশন শেষে ছাত্রলীগ নেতা শাহরিয়ার আহমেদ হিমেলের সভাপতিত্বে শহীদ কামরুজ্জামান ভবনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে শাহরিয়ার আহমেদ হিমেল কে সভাপতি ও মোঃ শিহাব উদ্দিন সোহাগ কে সাধারন সম্পাদক করে ছাত্রলীগ (হাবিব-ননী) রাজশাহী মহানগর কমিটি গঠিত হয়।