মোঃ পাভেল ইসলাম বিশেষ প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় জমি নিয়ে মারামারিতে ছোট ভাই এর হাতে বড় ভাই সাহাবুদ্দিন ভাঙগী (৫৫) নিহত হয়েছে।

শনিবার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার কলিগ্রামে এই ঘটনা ঘটেছে। সাহাবুদ্দিন ভাঙগী উপজেলার কলিগ্রামের মৃত আবদুস সামাদের ছেলে। তবে এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঘা পৌরসভার কলিগ্রামে বড় ভাই সাহাবুদ্দিন ভাংগী ও ছোট ভাই সাজদার রহমানের মধ্যে দীর্ঘদিন থেকে ৫৩ শতাংশ জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে মারামারি শুরু হয়। এতে বড় ভাই আহত হয়।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর দায়িত্বরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। তবে এই ঘটনায় নিহতের ছোট ভাই সাজদার রহমান ও তার স্ত্রী রুবিনা বেগমকে আটক করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রিফায়েত হোসেন বলেন, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তবে সাজদার রহমান ও তার স্ত্রী রুবিনাকে চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে নিহতের স্ত্রী সালমা বেগম বলেন, পূর্ব পরিকল্পিত ভাবে আমার স্বামীকে তারা মারপিট করে হত্যা করেছে। আমি এ বিষয়ে মামলা করব।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতের ছোট ভাই সাজদার রহমান বলেন, বাবারা তিন ভাই। মোট জমির পরিমান ৫৩ শতাংশ। ওয়ারিশ হিসেবে আমার বাবা প্রায় ১৩ শতাংশ জমির ভাগ পাবে। কিন্তু বড় ভাই অন্যের প্ররচনায় আমাকে এই জমিতে ঘর দিতে দিচ্ছেনা। এ নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই, তার স্ত্রী, দুই ছেলে আমাকে ও আমার স্ত্রীকে মারপিট করে রক্তাক্ত করে। এই দৃশ্য দেখে বড়ভাই স্টোক করে মারা যান।

এ বিষয়ে বাঘা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও কলিগ্রামের সাইফুল ইসলাম টগর বলেন, আমার জানা মতে তাদের মধ্যে অনেক দিন থেকে বাড়ির জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে বড় ভাই মারা গেছে শুনেছি।

বাঘা থানার তদন্ত ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, ঘটনাটি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেয়া হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এই ঘটনায় নিহতের ছোট ভাই সাজদার রহমান ও তার স্ত্রী রুবিনা বেগমকে আটক করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে