মোঃ পাভেল ইসলাম বিশেষ প্রতিনিধি:
রাজশাহীতে গাঁজার গাছসহ জামাই-শ্বশুরকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার দুপুর ২টায় চন্দ্রিমা থানা পুলিশ মহানগরীর ছোটবনগ্রাম (পূর্বপাড়া) থেকে গাঁজার গাছসহ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম (পূর্বপাড়া) গ্রামের মৃত সোলাইমান হোসেন এর ছেলে মিজানুর হোসেন ও নওগাঁ জেলার নিয়ামতপুর থানার শাহাপুর গ্রামের মৃত পিতা মজির উদ্দিন মন্ডল এর ছেলে আমজাদ হোসেন। সম্পর্কে তারা জামাই-শ্বশুর।
আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী মহানগর এলাকাকে মাদক মুক্ত ও চোরাচালান নির্মূলে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছে আরএমপি। এরই ধারাবাহিকতায় চন্দ্রিমা থানা পুলিশ গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ছোটবনগ্রাম পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১ টি গাঁজার গাছ উদ্ধারসহ ২ জনকে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও এতে জানানো হয়।