Dhaka ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ছুরি আঘাতে যুবক আহত

  • Reporter Name
  • Update Time : ১০:৩১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
  • ১৭১ Time View

রাজশাহী ব্যুরো:

রাজশাহী মহানগরীর কাজলা ধরমপুর আমজাদের মোড় এলাকায় গত১৮/৯/২২ইং তারিখ (রবিবার) দুপুর ১.৪৫ টায় ইতি রাজুর বাসা বাইতুল্লাহর বাড়ির সামনে তুহিনকে একা পেয়ে রবিন(১৭)পিতা. আনোয়ার, অন্তর (১৬)পিতা.বাক্কার ড্রাইভার সুজন (১৭)পিতা.রঞ্জু সাং. কাজলা ধরমপুর সহ আরো দুই তিনজন অজ্ঞাত কিশোর গ্যাং এর সদস্য এলোপাথাড়ি চাকু দিয়ে তুহিনকে স্টেপ করা শুরু করে, সেই সময় সকলের হাতে দেশী অস্ত্র চাকু, হাসুয়া, রামদা, চাপাতি,লোহার রড,জিআই পাইপসহ হকিস্টিক দিয়ে এলোপাথাড়ি মারপিট শুরু করে।

এক পর্যায়ে তুহিন মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক সেই সময় তুহিনের বন্ধু রাজন সেখানে উপস্থিত হলে তারা তুহিনকে ফেলে দৌড়াইয়া দ্রুত পালিয়ে যায় তখন রাজন মোবাইল ফোনে তুহিনের বাসায় যোগাযোগ করে তুহিনকে চাকু মেরেছে, রবিন, অন্তর, সুজন পালিয়ে গেছে আপনার তাড়াতাড়ি আসেন। তার ঘটনাস্থলে তুহিনের অভিভাবকসহ এলাকাবাসী এগিয়ে এসে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আমরা সরোজমিনে গিয়ে এলাকায় খোঁজ খবর নিয়ে জানতে পারি যে ঘটনার সূত্রপাত ঘটে বছর খানেক আগে বন্ধুদের মাঝে কেরাম খেলা নিয়ে তর্ক বিতর্ক থেকে তুহিনের বন্ধুরা সুজনের এক বন্ধু কে মেরেছিল তারই ধারাবাহিকতায় ঘটনার দিন তুহিন কে একা পেয়ে তারা এই হামলা চালায় । এ বিষয়ে মতিহার থানায় একটি মামলা হয়েছে।

এ বিষয়ে মতিহার থানার ওসি তুহিনের কাছে জানতে চাইলে সে বলে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনে ব্যবস্থা নেব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ছুরি আঘাতে যুবক আহত

Update Time : ১০:৩১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২

রাজশাহী ব্যুরো:

রাজশাহী মহানগরীর কাজলা ধরমপুর আমজাদের মোড় এলাকায় গত১৮/৯/২২ইং তারিখ (রবিবার) দুপুর ১.৪৫ টায় ইতি রাজুর বাসা বাইতুল্লাহর বাড়ির সামনে তুহিনকে একা পেয়ে রবিন(১৭)পিতা. আনোয়ার, অন্তর (১৬)পিতা.বাক্কার ড্রাইভার সুজন (১৭)পিতা.রঞ্জু সাং. কাজলা ধরমপুর সহ আরো দুই তিনজন অজ্ঞাত কিশোর গ্যাং এর সদস্য এলোপাথাড়ি চাকু দিয়ে তুহিনকে স্টেপ করা শুরু করে, সেই সময় সকলের হাতে দেশী অস্ত্র চাকু, হাসুয়া, রামদা, চাপাতি,লোহার রড,জিআই পাইপসহ হকিস্টিক দিয়ে এলোপাথাড়ি মারপিট শুরু করে।

এক পর্যায়ে তুহিন মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক সেই সময় তুহিনের বন্ধু রাজন সেখানে উপস্থিত হলে তারা তুহিনকে ফেলে দৌড়াইয়া দ্রুত পালিয়ে যায় তখন রাজন মোবাইল ফোনে তুহিনের বাসায় যোগাযোগ করে তুহিনকে চাকু মেরেছে, রবিন, অন্তর, সুজন পালিয়ে গেছে আপনার তাড়াতাড়ি আসেন। তার ঘটনাস্থলে তুহিনের অভিভাবকসহ এলাকাবাসী এগিয়ে এসে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আমরা সরোজমিনে গিয়ে এলাকায় খোঁজ খবর নিয়ে জানতে পারি যে ঘটনার সূত্রপাত ঘটে বছর খানেক আগে বন্ধুদের মাঝে কেরাম খেলা নিয়ে তর্ক বিতর্ক থেকে তুহিনের বন্ধুরা সুজনের এক বন্ধু কে মেরেছিল তারই ধারাবাহিকতায় ঘটনার দিন তুহিন কে একা পেয়ে তারা এই হামলা চালায় । এ বিষয়ে মতিহার থানায় একটি মামলা হয়েছে।

এ বিষয়ে মতিহার থানার ওসি তুহিনের কাছে জানতে চাইলে সে বলে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনে ব্যবস্থা নেব।