রাজশাহী প্রতিনিধি ::
রাজশাহী মহানগরীর বালিয়াপুকুর এলাকায় এক কিশোরকে হত্যার চেষ্টা চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা।
মুলত পূর্ব শত্রুতার জের ধরে ঐ কিশোরকে হত্যার চেস্টা চালায় বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন।
রাজশাহী মহানগরীর বালিয়া পুকুর এলাকার ঐ কিশোরের নাম সিয়াম (১৫)। সে বালিয়াপুকুর এলাকার সোহেল আরমানের ছেলে।
ঘটনাসুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে বালিয়াপুকুর মাঠে বালিয়াপুকুর এলাকারই বিপ্লব (২৫) পিতা- হান্নান, সজিব (২৪) পিতা: আজিজুল, সম্রাট (৩০) পিতা: অজ্ঞাত, মোস্তাকিন( ৩০) পিতা:অজ্ঞাত,পাভেল (২৫) পিতা:অজ্ঞাত, ও অসীম (২৮) হঠাৎই এসে দেশীয় ধারাল অস্ত্র দিয়ে সিয়াম নামের ঐ কিশোরকে এলোপাথাড়ি পেটাতে শুরু করে। এসময় সিয়ামকে তারই বন্ধু শাকিব বাঁচাতে আসলে তাকেও মারাত্মকভাবে জখম করে সন্ত্রাসীরা। এ সময় সিয়াম ও শাকিবের চিৎকারে অত্র এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এদিকে মারাত্মক আহত অবস্থায় সিয়ামকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আহত সিয়ামের বিষয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান- সিয়ামের অবস্থা আশংকাজনক। মাথায় আঘাতের কারনে প্রচুর রক্তপাত হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহী বোয়ালিয়া থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে সংশ্লিষ্ট থানা থেকে খবর পাওয়া গেছে।