নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ী এলাকার একটি ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।
সকাল ৯টার পর আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে যান। পরে, আরও ৮টি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, ৬ তলা ওই ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। এমিকন নামে একটি মেটাল তৈরি কারখানা রয়েছে তৃতীয় তলায়।
আগুন লাগার কোন কারণ ও ভিতরে কেউ আটকা পড়েছে কিনা এখনো জানা যায়নি। ভবনটিতে একটি বেসরকারি টেলিভিশনের অফিসও রয়েছে।
এদিকে, আগুন লাগার কারণে বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।