রাখি পূর্ণিমার শুভেচ্ছা বার্তা
কলমে শ্রী রাজীব দত্ত
সম্প্রীতির সম্পর্ক যদি একটি সুতোই হয়
তবে কোনো খুন, ধর্ষণ, শীলতা হানি,
আজও এই সভ্য সমাজে রয়?
মুছে যাক এ ধর্মের লড়াই,
মুছে যাক সব চোখরাঙানি
লাল রক্তে মিশে যাক জল আর পানি।
ভালোভাবে বাঁচুক সবাই,
শব্দছক একটাই আমি যা তুমিও তাই।