রাখিবন্ধন-কথা
মহীতোষ গায়েন
আমার রাখি ভালোবাসা
আমজনতার আশা,
আমার রাখি কান্নাভেজা
অসহায়দের ভাষা।
আমার রাখি চাকরিহীন
বাসি রুটি খায়,
আমার রাখি ছেঁড়া জামায়
স্কুলেতে যায়।
তোমার রাখি ষড়যন্ত্রী
তারা তলিবানদের চায়,
তোমার রাখি পাকিস্তানী
সে চীনের ইন্ধন পায়।
তোমার রাখি স্বৈরাচারী
খুন ধর্ষণ করে,
আমার রাখি সেনাবাহিনী
স্বৈর-শাসন হটাতে লড়ে।