রসায়ন বিজ্ঞানে এ বছর যৌথভাবে নোবেল জিতে নিয়েছেন জার্মান বিজ্ঞানী ইমানুয়েল সারপেন্টিয়ের এবং মার্কিন বিজ্ঞানী জেনিফার এ. ডাউডনা।

বুধবার (০৭ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় সকাল ১১.৪৫টায় রসায়েন নোবেল বিজয়ী হিসেবে এ দুই বিজ্ঞানীর নাম ঘোষণা করে দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সের একটি প্যানেল।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় নোবেল কমিটি। সংস্থাটির টুইটবার্তায় ছবিসহ এ দুইজনের নাম প্রকাশ করা হয়।

জিনোম গবেষণায় নতুন পদ্ধতি আবিষ্কার করে এ বছরের নোবেল জিতে নেন ৫১ বছর বয়সী ইমানুয়েল এবং ৫৬ বছরের জেনিফার।

তারা দুইজন নোবেল পুরস্কারের অর্থ অর্ধেক অর্ধেক করে পাবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে