নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার বিকেলে নন্দীগ্রাম ২নং সদর ইউনিয়নের রণবাঘা বাজারে ওয়ার্ড আ’লীগের দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়।
২নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগ এ দলীয় কার্যালয় নির্মাণ করা হয়েছে।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ড আ’লীগের সভাপতি আলহাজ মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলার চেয়ারম্যান ও আ’লীগের নেতা রেজাউল আশরাফ জিন্নাহ ।
বিশেষ অতিথি উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলী হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক শ্বপন কুমার মহন্ত, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম গোলাপ, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান শ্রী দুলাল চন্দ্র মহন্ত, সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, উপজেলা স্বেচ্ছাসবক লীগের সভাপতি মোঃ আবু সাঈদ, ২নং সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা সোহাগ, সাবেক আ’লীগ নেতা নিজাম উদ্দিন দুলু, ওয়ার্ড যুবলীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি বজলুর রহমান জিপু, সাধারণ সম্পাদক উজ্জ্বল আহমেদ রাজু, যুবলীগ নেতা আব্দুল মালেক ও রনজিত শীল প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ২নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেন।
অসংখ্যক নেতাকর্মী ও সমর্থক এ সময় দলীয় কার্যালয়ে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়।