,,,,,,,,,,,,,,যৌবনের যন্ত্রণা,,,,,,,
,,,,,,,,কবিতাটি কবির বন্ধুর জীবন থেকে নেওয়া ,,,,,,,,,,
,,,,,,,কবি মেহেদী হাসান  ,,,,,,,
মনে অনেক কষ্ট হৃদয় শিতল মন                       বড় কষ্ট পাথর জীবনের বাধা।
যৌবনের তাড়নায় বাবা মা কে বলে ব‌উ এনে দাও বয়স এখন সময় গেলে হেরে যাব জীবনের পরাজয়।
বিজ্ঞান দিয়েছে প্রমাণ বিয়ের বয়স হলে বিয়ে না দিল অজানা শোকে পাগল হয়ে যায় ।
ভেবে না পেয়ে ছেলে বলে আত্নহত্যা করব নিজের জীবন নিজেই করে দিব শেষ।
বাবা মা হা হাহা হা করে কেঁদে বলে একি করলে ছেলে ।
ছেলে বলে বাবা মা দোষ তো তোমার বাল্য বন্ধু বিয়ে করে বলে ব‌উ পাবিনা জীবনে।
তোমাকে বললাম কি করলে তুমি নিজের জীবন নষ্ট করলাম তোমারি কারণে।
পতিতালয়ে গেলে সম্মান থাকবে না তোমার সম্মান রক্ষা করতে নষ্ট করে দিলাম নিজের প্রাণ।
বাবা মা বড় সম্মানের প্রাত্র সম্মান দিয়ে যাও আজীবন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে