নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোন উন্নয়ণ প্রকল্প এবং নতুন ভবন নির্মানের সময় অগ্নিনির্বাপন এবং জলাধার নিশ্চত করতে হবে।
দেশের বিভিন্ন স্থানে নবনির্মিত ৪০ টি ফায়ার স্টেশনের উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী। মানুষের ভাগ্যের পরিবর্তন করাই সরকারের সকল উন্নয়নের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের প্রতিটি উপজেলায় ফায়ার স্টেশন নির্মানের অংশ হিসেবে ৩৯টি জেলার বিভিন্ন স্থানে ৪০টি ফায়ার স্টেশন নির্মান করা হয়েছে। রাজধানীর গুলিস্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নবনির্মিত ফায়ার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে এগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের সুরক্ষা এবং সার্বিক উন্নয়ণের জন্য কাজ করছে। সাফার সার্ভিস এবং সিভিল ডিফেন্সকে আধুনিক এবং যুগোপোযোগী করে গড়ে তোলা হচ্ছে। মানুষকেও নিজেদের সুরক্ষার বিষয়ে সচেতন হতে বলেন প্রধানমন্ত্রী।
শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নি দুর্ঘনা মোকারেলায় নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যারা জনগনের সুরক্ষা দেবে তাদের সুরক্ষার বিষয়েও সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিদ্যুত ও পানি ব্যবহারে সকলকে সচেতন হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।