যুব ছাত্রদল
মিজানুর রহমান

আমরা গড়ব আমরা ধরবো
দেশের সর্বহাল
গর্বে মোরা দেশ বাঁচাবো
ঘুচবে দেশের কাল
আমরা যুব ছাত্রদল।

দেশ বাঁচাতে করব না ভয়
লড়বো যুব শক্তি দল
পাওনা মোদের ছিনিয়ে নেব
আমরা শক্তি আমরা বল
আমরা যুব ছাত্রদল।

এগিয়ে যাব সসম্মানে
আমরা যুব দেশের শান
নিয়োজিত জাতির সেবায়
ফিরিয়ে আনবো দেশের মান
আমরা যুব ছাত্রদল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে