যুদ্ধ নয় এসো সন্ধি করি

মহীতোষ গায়েন

দু’পা পিছিয়ে তিন পা এগিয়ে যাওয়ার পর

অনেকেই বললো পরিত্রাণ নেই,সামনে বিপদ…

আমাদের মন,মগজ এবং সমাজের সঙ্গে

আমরা প্রতিনিয়ত লড়ে যাচ্ছি সম্মানের জন‍্য।

নিজেকে সাধারণ ভাবার জন‍্য কোন পাঠ

নিতে হয়নি,অসাধারণ যারা হয়েছেন তারা

ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন তার সাধনার

কথা,কিভাবে অর্জন করতে হয় শ্রেষ্ঠ স্থান।

একথা কাকে জানাবো?কে বুঝবে? মজে

যাওয়া নদীর তলা দিয়েও গোপন প্রবাহিত

হয় অবদমিত জলের ধারা,কি করে বোঝাই

কৃষ্ণচূড়া গাছের ডালে গান করা পাখির ভাষা।

এলেবেলে চিন্তাগুলো হারিয়ে যায়,বিষাদের

সন্ধ‍্যা নামলে অস্থিরতা কাটাতে চাঁদ ওঠে…

সারাদিন কেটে যায়,মন ও মগজে লড়াই জারি

থাকে,রাতের নির্জনতা একঘ্নী বিতৃষ্ণা আনে।

পৃথিবীতে মানুষের সৃষ্ট যে কোন সমস্যা হার্দিক ও

বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ‍্যমে সমাধান হতে পারে;

একথা জেনেও মানুষ মন ও মগজে উত্তেজনা তৈরি

করে লড়াই জারি রাখে ঔদ্ধত্য ও ক্ষমতা প্রকাশের।

একদিন সব অংহকার ও দম্ভ শেষ হবে,গাছে গাছে

ফুটবে ভালোবাসার ফুল,অচেনা পান্থজনও প্রেমের

ভাষা বুঝবে,মেঠোপথে একতারা নিয়ে বাউল,ফকির

গাইবে শান্তি ও মৈত্রীর গান;যুদ্ধ নয় এসো সন্ধি করি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে