আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য ফাইজার/বায়োএনটেকের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিতে যাচ্ছে।
মার্কিন সংবাদ মাধ্যমের খবরে সোমবার এ কথা বলা হয়েছে। একজন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিএনএনের খবরে বলা হয়েছে, শিশু ও কিশোর-কিশোরীদের জন্যে ফাইজার কোভিড-১৯ এর টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চেয়েছে।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন আগামী সপ্তাহে এর অনুমোদন দিবে বলে ধারণা করা হচ্ছে। সংস্থাটির অনুমোদনের পর দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের উপদেষ্টা কমিটি বৈঠক করে টিকাটি কীভাবে ব্যবহার করা হবে তার সুপারিশ করবে।
টিকা অনুুমোদনের নির্দিষ্ট দিনক্ষণ জানাতে অস্বীকৃৃতি জানিয়েছেন খাদ্য ও ঔষধ প্রশাসনের একজন মুখপাত্র। তবে তিনি ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে বলেছেন, যথাসম্ভব দ্রুত ও স্বচ্ছ¡তার সঙ্গে আমরা এই অনুরোধ পর্যালোচনার কাজ চালিয়ে যাচ্ছি।
যুক্তরাষ্ট্রে বর্তমানে ১৬ ও তার বেশি বয়সীদের জন্যে ফাইজারের টিকা ব্যবহার করা হচ্ছে।