যুক্তরাষ্ট্রের নর্থ কারোলিনায় ভয়াবহ হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ২৭ হাজার বাসিন্দা।
বাংলাদেশ সময় বুধবার (৫ আগস্ট) ভোরে হারিকেনটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার- এনএইচসি’র বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ঘণ্টায় ১০৫ কিলোমিটার বেগে আঘাত হানা এ হারিকেন নিউ ইয়র্ক, নিউজার্সি, ফিলাডেলফিয়ায় তাণ্ডব চালায়। যেখানে অসংখ্য গাছপালা শিকড় উপড়ে পড়ে। এতে করে বেশ কিছু জায়গায় সাময়িক বন্ধ রয়েছে রেলসেবা।
এদিকে, প্রবল বৃষ্টিপাতে হাডসন নদীর অববাহিকায় থাকা অসংখ্য মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে। নিউজার্সি ট্রানজিটসহ কিছু স্থানে বন্ধ রয়েছে ফেরি ও রেল যোগাযোগ। এমতাবস্থায় জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় গভর্নর।
ক্যারিবীয় দ্বীপপুঞ্জ অতিক্রম করার পর শক্তি কমে এটি একটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছিল। পরে ফের শক্তি সঞ্চয় করে, এক মাত্রার হারিকেনে পরিণত হয়ে এটি যুক্তরাষ্ট্রের নর্থ ও সাউথ ক্যারোলিনার দিকে বয়ে যায়।
উল্লেখ্য, চলতি বছর এই নিয়ে যুক্তরাষ্ট্রে নয়টি ঘূর্ণিঝর আঘাত হানল। করোনা ভাইরাস মহামারির মধ্যে নতুন আরেক বিপর্যয়ের মুখে পড়ল দেশটি।