আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন। নির্বাচনের ফলের জন্য কয়েকদিনের অপেক্ষা শেষে এলো ঘোষণা।
‘ব্যাটলগ্রাউন্ড’ স্টেট পেনসিলভেনিয়ায় জয়ে ২০টি ইলেকটোরাল ভোট আসায় নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টির বেশি ভোট চলে এসেছে তার পক্ষে।তুমুল লড়াইয়ের পর ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভেনিয়ায় জয়ের মধ্য দিয়েই বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারালেন বাইডেন। হলেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট।
এর আগে, শুক্রবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে জয়ের বিষয় নিশ্চিত জানিয়ে সমর্থকদের শান্ত থাকার আহবান জানিয়েছেন বাইডেন। বাচনভঙ্গি দুর্বল হওয়ার কারণে শৈশবে যে ছেলেটি স্কুলে সহপাঠীদের হাসির পাত্র ছিলো, আজ সে ছেলেটির বচন শুনতে অপেক্ষায় গোটা বিশ্ব।
জীবনের নানান চড়াই-উৎরাই পেরিয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তির পদে বসতে যাচ্ছেন বাইডেন। শুক্রবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে নিজের জয়ের বিষয়টি নিশ্চিত বলেই জানিয়েছিলেন বাইডেন।
এদিকে, চূড়ান্ত ঘোষণার আগেই জো বাইডেনের রাজনৈতিক সহযোদ্ধা ও সমর্থকরা সম্ভাব্য জয় উদযাপন শুরু করে দেন। বিভিন্ন অঙ্গরাজ্যে রাস্তায় নেমে নেচে গেয়ে আনন্দ উল্লাস শুরু করেন। বিজয়ের আনুষ্ঠানিক ঘোষণা সেই আনন্দ উদযাপনে যোগ করলো বাড়তি মাত্রা।