আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, অরেগনসহ ১২টি রাজ্যে দাবানল ছড়িয়ে পড়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। উচ্চ তাপমাত্রা আর উষ্ণ আবহাওয়ায় প্রতিদিন বাড়ছে আগুনের বিস্তৃতি ও ভয়াবহতা। অরেগন রাজ্যে ৫ লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। দাবানলে এপর্যস্ত প্রায় ৫ লাখ একর বনভূমি পুড়ে গেছে।

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল। অন্তত ১২টি রাজ্যে জ্বলছে আগুন। অরেগন, ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটন রাজ্যের বেশ কয়েকটি শহর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। পুড়ে ছাই হয়ে গেছে হাজারো বাড়িঘর ও স্থাপনা। উষ্ণ আবহাওয়ায় প্রতিদিন নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে দাবানল।

অরেগনে নতুন করে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রাজ্যের গভর্নর। তিনি জানান, ইতিমধ্যে ৪০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। আরও ৫ লাখ বাসিন্দাকে এক সপ্তাহের মধ্যে সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে। রাজ্যের পোর্টল্যান্ড শহরে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

দাবানল থেকে জনবসতি ও স্থাপনা রক্ষায় কাজ করেছে সেনাবাহিনীর দু’হাজার সদস্যসহ ৩০ হাজারের বেশি অগ্নিনির্বাপণ কর্মী। তবে,  তীব্র বাতাস অব্যাহত থাকলে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া দপ্তর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে