আন্তর্জাতিক ডেস্ক :
নব্বই দশকের শেষভাগের অন্যতম বড় ও আলোচিত ঘটনা ছিলো যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সুন্দরী তরুণী মনিকা লিউনস্কির ঘনিষ্ঠতা।
সেসময়ের তাদের কথা এখনো হয়ত অনেকেরই মনে আছে। সেই আলোচিত-সমালোচিত স্ক্যান্ডাল নিয়েই ‘ইমপিচমেন্ট: আমেরিকান ক্রাইম স্টোরি’ টিভি সিরিজ নির্মিত হয়েছে।
তিন পর্বে সিরিজটি নির্মিত হয়েছে। ৭ সেপ্টেম্বর থেকে আমেরিকান টিভি চ্যানেল এফএক্সে প্রচার হবে সিরিজটি। সিরিজটি প্রযোজনা করেছেন সেই মনিকা লিউনস্কি নিজেই।
নির্মিত এ সিরিজে মনিকার ভূমিকায় অভিনয় করেছেন বিনি ফেল্ডস্টেইন। বিল ক্লিনটনের চরিত্রে আছেন ক্লিভ ওয়েন এবং হিলারি ক্লিনটনের চরিত্রে অভিনয় করেছেন এডি ফ্যালকো।
এর আগে বিল ক্লিনটন ও মনিকার সেই ঘটনা নিয়ে ১৯৯৯ সালে ‘আ ভাস্ট কন্সপিরেসি- দ্য রিয়েল স্টোরি অব দ্য সেক্স স্ক্যান্ডাল দ্যাট নেয়ারলি ব্রট ডাউন আ প্রেসিডেন্ট’ নামে একটি বই বের হয়েছিলো। বইটি লিখেছিলেন মার্কিন লেখক জেফরি টুবিন। সেই বই অবলম্বনেই সিরিজটি নির্মাণ করা হচ্ছে।
সিরিজের তিনটি পর্বের নাম দেয়া হয়েছে যথাক্রমে ‘এক্সাইল’, ‘দ্য প্রেসিডেন্ট কিসড মি’ এবং ‘নট টু বি বিলিভড’। যথাক্রমে প্রথমটি ৭ সেপ্টেম্বর, দ্বিতীয়টি ১৪ সেপ্টেম্বর এবং তৃতীয় পর্বটি প্রচার হবে ২১ সেপ্টেম্বর।