যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় রাজ্যগুলোতে চলমান দাবানলে এখন পর্যন্ত ৩৩ জনের প্রাণহানি হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ রয়েছে আরও বহু মানুষ।
গত তিন সপ্তাহ ধরে চলা ভয়াবহ দাবানলে কয়েক মিলিয়ন একর জমিতে আগুন ছড়িয়ে পড়েছে। বাড়িঘর ছেড়ে পালিয়েছেন শত শত মানুষ। আগুনের কারণে বিশাল এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্যালিফোর্নিয়া, ওরেগন ও ওয়াশিংটন রাজ্যের বিস্তৃত এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনের পাশাপাশি বাতাসের বেগ বাড়তে থাকায় হিমশিম খেতে হচ্ছে দমকল বাহিনীর কর্মীদের।
দাবানলে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থানে উদ্ধারকাজ চালাচ্ছে উদ্ধারকর্মীরা। ওরেগন অঙ্গরাজ্যে এখনও অনেকে নিখোঁজ রয়েছে। দাবানলের বিষাক্ত ধোঁয়ায় ওরেগনের পোর্টল্যান্ড শহরের বাতাস বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসে পরিণত হয়েছে।
অন্তত ৪০ হাজার মানুষকে জরুরি ভিত্তিতে নিরাপদে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ মুহূর্তে ওরেগনে ১৬টি, ওয়াশিংটনে ১৫টি এবং ক্যালিফোর্নিয়ায় ২৮টি দাবানল নেভাতে কাজ করছেন হাজার হাজার ফায়ার সার্ভিস কর্মী।
এদিকে, শুধু ক্যালিফোর্নিয়াতেই ৩০ লাখ একরের বেশি এলাকা পুড়ে গেছে। দাবানলের ক্ষয়ক্ষতি দেখতে ক্যালিফোর্নিয়া যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।