মহীতোষ গায়েন, মফস্বল সম্পাদক,পশ্চিমবঙ্গ
রবিবার পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতি(WBCUPA)উত্তর ২৪ পরগনা জেলা কমিটির উদ্যোগে হিঙ্গলগঞ্জের ভান্ডারখালি দ্বীপের বাঁশতলি গ্রামের দুর্দশাগ্রস্ত একশো পঞ্চাশটি পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেমন শাড়ি, লুঙ্গি, গামছা, গেঞ্জি,মশারী, স্যানিটারি ন্যাপকিন, টর্চ, সাবান, নারিকেল তেল, বিস্কুট, সয়াবিন, ওআরএস, ওষুধ পত্রসহ মোট আঠারোটি দ্রব্য সামগ্রী দেওয়া হয়।
করোনার কথা মনে রেখে মাস্ক, হ্যান্ডস্যানিটাইজারও দেওয়া হয়। WBCUPA অধ্যাপক সংগঠনের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি রমেশ বর্মনের নেতৃত্বে চোদ্দ জনের একটি দল সরেজমিনে গ্রামটি ঘুরে দেখে গ্রামের দরিদ্র মানুষ জনের হাতে এই সমস্ত উপকরণাদি তুলে দেন।
স্থানীয় বিধায়ক দেবেশ মন্ডল এই দলটিকে স্বাগত জানিয়ে ত়াঁদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন দুর্গত মানুষদের সঙ্গে কথা বলে ছাত্র-ছাত্রীদের পাঠ্য সামগ্রী বিশেষত বই, খাতা, পেন, পেন্সিল ইত্যাদি পঠনসামগ্রী পাঠানোর প্রতিশ্রুতি দেন। এই দলে অন্যান্য অধ্যাপকদের মধ্যে ছিলেন সৈকত মন্ডল, কোচবিহার বিশ্ববিদ্যালয়ের শশাঙ্ক কুমার গায়েন, পশ্চিমবঙ্গ মৎস্য ও প্রাণী বিশ্ববিদ্যালয়ের নরেন্দ্র ভট্টাচার্য, মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের মিঠু রায়, গোবরডাঙ্গা হিন্দু কলেজের গোপাল মণ্ডল,বৃতি সুন্দর মণ্ডল, সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনের অধ্যাপক দেবাশীষ মজুমদারসহ তিনজন ছাত্রী।