যদি তুমি মুকুল হতে আর আমি মৌমাছি মিজানুর রহমান
মনে হতো তুমি ঋতুরাজ বসন্তএর রানী,
সবুজের কিনারায় রূপে সাজে প্রস্ফুটিত তুমি।
তোমারসুমিষ্ট ঘ্রাণেকতভ্রমর,মৌমাছিরআনাগোনা
প্রভাতে কোকিলের মিষ্টি ডাক পাখিদের কলরব,
ভ্রমরেরগুঞ্জনসমবেতপ্রেমময়ধ্বনিতেপরিপূর্ণতুমি।বাতাসে প্রবাহিত প্রেমধারায় আন্দোলিত তুমি,
যদি তুমি মুকুল হতে, আর আমি মৌমাছি।
তুমি সুন্দর সবুজের মাঝে নিতান্তই সুন্দর
তোমার নীরবতাই প্রকাশ সবুজের অপরিমেয়তা,
ক্ষনিকের মেলবন্ধনে ফাল্গুনী মেলায়,
নিরলস প্রচেষ্টায় সবুজের আনাগোনায়
গানগেয়ে নৃত্যে ভোলাতে নাহি পারি তোমায়।
ধরায় এত মায়াবী তুমি,
সবাই চাই তোমায় !
নিশাচর চন্দ্রের প্রভায়,
ফাল্গুনী পূর্ণিমায় বিকশিত তুমি
যদি তুমি মুকুল হতে, আর আমি মৌমাছি।