ময়নাতদন্ত
মহীতোষ গায়েন
ভালোবাসা গোপনে হয় খুন
স্মরণসভায় আসে বহু লোক,
হত্যাকারীর হাতে ফুলের মালা,
জলে ভেজে বহু প্রেমের চোখ।
মনের ভাষা বুঝে নিয়ে কেউ
প্রস্তুতি নেয় আদা-জল খেয়ে,
স্বার্থ নিয়ে অনেক মেলামেশা,
না মিটলে বিপদ আসে ধেয়ে।
রক্ত পড়ে মনের গোপন কোণে
কাঁদে আকাশ,ফুল পাখি ও নদী,
আততায়ী গোপনে হিসেব কষে
ছলচাতুরি প্রেম প্রকাশ হয় যদি।
ভালোবাসা জীবন ফিরে পায়
পড়ে থাকে আততায়ীর লাশ,
গাছে গাছে রক্তপলাশ ফোটে
ময়নাতদন্তে পাপ সমূলে বিনাশ।