মৎসকন্যার কাহিনি
মহীতোষ গায়েন
বিচ্ছুরিত ভালোবাসা অতলান্ত সুখ
কোথায় যেন দেখেছি কার যেন মুখ,
মনে নেই মনে নেই সেদিনের সে কথা
মনের গোপন কোণে চিনচিনে ব্যথা।
ঈশারায় প্রেম ছিল,ছিল হাতছানি…
আলেয়ার ছলনা সে কথা কি জানি,
মুখ ভরা মধু ছিল আর প্রাণভরা বিষ
বললাম বন্ধুকে তার ঠিকানা রাখিস।
একসাথে না থেকেও সে মতলব ভাঁজে
মেয়েটির জুড়ি নেই ফাঁদ পাতা কাজে,
মেয়েটির অভিসন্ধি জানতো না কেউ
জানতো না পিছনে লেগে আছে ফেউ।
অবশেষে জাল কেটে পালায় মৎসকন্যা
প্রতারণা মুক্ত হয় পুরুষ,ধরিত্রী হয় ধন্যা,
ছলনাময় ভালোবাসা সব ধুয়ে মুছে যায়
মৎসকন্যার গ্রাস থেকে পুরুষ মুক্তি পায়।