ক্রীড়া ডেস্ক:
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতেও জয় পেয়েছে টাইগাররা। এমন জয়ের জন্য দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হারারে স্পোর্টস ক্লাবে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়েকে। অপরাজিত ৯৬ রানের পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন অলরাউন্ডার সাকিব আল হাসান।
ম্যাচ জয়ের পাশাপাশি দীর্ঘ এক যুগ পর জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা। সঙ্গে ওয়ানডে সুপার লিগের মূল্যবান আরও ১০ পয়েন্ট পেয়ে গেলো। সবশেষ ২০০৯ সালে জিম্বাবুয়ে গিয়ে ওয়ানডে সিরিজ জিতেছিলো বাংলাদেশ দল। ৫ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জয় করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
হারারেতে ম্যাচের শুরুতে, ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪০ রান তোলে জিম্বাবুয়ে। জয়ের জন্য ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৫ রানের মধ্যে টপ অর্ডারের চার ব্যাটসম্যান বিদায় নিলে শংকায় পড়ে বাংলাদেশ দল। তবে মাহমুদউলাহ রিয়াদকে সাথে নিয়ে এ অবস্থায় দলের হাল ধরেন সাকিব আল হাসান। এই জুটি ৫৫ রান যোগ করে।
এরপর মাহমুদউলাহ বিদায় নিলে কঠিন পরিস্থিতিতে একাই বাংলাদেশের জয়ের আশা বাঁচিয়ে রাখেন অভিজ্ঞ ক্রিকেটার সাকিব। অষ্টম উইকেট জুটিতে সাকিবের সঙ্গে ৬৪ বলে ৬৯ রানের পার্টনারশিপ গড়ে জয়ে অনন্য ভূমিকা রাখেন মোহাম্মদ সাইফউদ্দিন। তিনি ৩৪ বলে ২৮ রানের হার না মানা ইনিংস খেলেন। শেষ পর্যন্ত অনবদ্য ৯৬ রান করে বাংলাদেশকে জয়ের বন্দরে নোঙ্গর করান সাকিব। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। সাকিব আল হাসানের ১০৯ বলের ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি।