মোছাব্বর হাসান মুসা বগুড়া প্রতিনিধি: 

বগুড়া জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মঙ্গলবার ১৯ জানুয়ারি শিবগঞ্জ থানাধীন মোকামতলা বাজার হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ০১ জঙ্গি সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

গতকাল সোমবার রাতে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আজ মঙ্গলবার তাঁকে আদালতে নিয়ে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তির নাম হামিদুর রহমান (৩৯)। তিনি খালেদ মাহমুদ, আবু তাসফিয়া নামও ব্যবহার করতেন।

বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক এমরান মাহমুদ বলেন, হামিদুরের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। তিনি আনসার আল ইসলামের দাওয়াহ বিভাগের সদস্য। তিনি সংগঠনের দাওয়াতি কার্যক্রম পরিচালনা ছাড়াও অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন জেলায় সফর করতেন। আনসার আল ইসলামের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে খুদে বার্তার মাধ্যমে যোগাযোগ করতেন তিনি।

হামিদুর রহমানকে আটকের সময় জিহাদি বই ও জঙ্গি সংগঠনের প্রচারপত্র উদ্ধার করা হয় বলে দাবি করেছে পুলিশ।

বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক আবদুর রাজ্জাক বলেন, আটক হামিদুর ইসলামের বিরুদ্ধে নরসিংদীর রায়পুরা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এ দুটি মামলা আছে। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও আছে। আটকের পর নতুন করে তাঁর বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় আরেকটি মামলা হয়েছে। আজ মঙ্গলবার হামিদুরকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে