মোংলা প্রতিনিধি:

মোংলা বন্দরে বিদেশী জাহাজ থেকে জ্বালানী তেল (ডিজেল) পাচারের সময় তিন চোরাকারবারীকে আটক করে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন’।

এ সময় তাদেরকে কাছ থেকে ১৫৫০ লিটার ডিজেল ও ট্রলার জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো,নুর মোহাম্মদের ছেলে সুমন (১৮),আব্দুর রউফ হাওলাদারের ছেলে আবুল শেখ (৪৮) ও ফারুক খাঁনের ছেলে হাবিব খাঁন (৪৫)। আটককৃতরা মোংলার কানাইনগর এলাকার বাসিন্দা।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা এম ফয়সাল হক জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে
০৫/১০/২০২০ ইং তারিখ সোমবার রাত ১টায় ১৫৫০ লিটার ডিজেল ও ইঞ্জিনচালিত ট্রলার সহ ৩ জনকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মোংলা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হওয়ার পর তাদের জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। তিনি আরো বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি চোরাচালানেও কোস্ট গার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে