মোংলা প্রতিনিধি:
মোংলা বন্দরে চলমান উন্নয়ন কর্মকান্ড পরিচালনা ও ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।
সোমবার (৮ মার্চ) দুপুর ১২ টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে বন্দরের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বন্দরের সদস্য (হারবার এন্ড মেরিন) ক্যাপ্টেন আব্দুল ওয়াদুদ তরফদার, পরিচালক (প্রশাসন) মোঃ গিয়াস উদ্দিন, পরিচালক (ট্রাফিক) মো. মোস্তফা কামাল, হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন, প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রলিক্স) শওকত আলী, বন্দরের বোর্ড ও জনসংযোগ বিভাগের সচিব শাহবাজ গোলদার, উপসচিব মাকরুজ্জামান মুন্সী, প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বি এম নূর মোহাম্মদ।
সাংবাদিকদের মধ্যে সভায় বক্তব্য রাখেন দৈনিক সময়ের খবর’র সম্পাদক মো. তরিকুল ইসলাম, দৈনিক সুন্দরবন সম্পাদক শেখ হেমায়েত হোসেন, ইয়ামিন আলী, আহসান হাবীব হাসান, আমির হোসেন আমু, শেখ মো. নুর আলম, মাহমুদ হাসান, মনিরুল ইসলাম দুলু, শেখ আসাদুজ্জামান দুলাল, মনির হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সভায় বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বন্দর চ্যানেলের আউটার বারে ড্রেজিং,বন্দরে অধিক ড্রাফটের জাহাজ হ্যান্ডিংয়ের জন্য পশুর চ্যানেলের ইনার বারে নাব্যতা বৃদ্ধির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য উপাত্ত তুলে ধরেন।এসময় বন্দরের চলমান উন্নয়ন প্রকল্প ও ভবিষ্যত প্রকল্পের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।