মোংলা প্রতিনিধি:
মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে শেখ আব্দুর রহমান ১১ হাজার ৫৮৮ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছেন।
তার প্রতিদ্বন্ধী প্রার্থী জুলফিকার আলী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে পেয়েছে ৫৮২ ভোট।মোংলা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।এছাড়া সাধারণ কাউন্সিলর পদে আওয়ামী লীগের কবির হোসেন, শরিফুল ইসলাম, বাহাদুর মিয়া, শফিকুর রহমান, শরিফুল ইসলাম, জি,এম আল-আমিন, হুমায়ূন হামিদ নাসির, সরোয়ার হোসেন ও মজনু গাজী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে জাহানারা চানু, জোহরা বেগম ও শিউলি আকন নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে উপজেলা নির্বাচনীয় এ কর্মকর্তা। এর আগে শনিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় কেন্দ্র দখল সহ নানা অনিয়মের অভিযোগের কথা তুলে ধরে বিএনপির মেয়র প্রার্থী মো. জুলফিকার আলী তার বাসভবনে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন। এবার মোংলা পৌরসভার ১২টি কেন্দ্রে ১৩৮টি ভোটিং মেশিনে ভোটগ্রহণ করা হয়েছে।শতকরা ৩৯ ভাগ ভোট পড়েছে ভোটিং মেশিনে।সকাল ৮টায় থেকে শুরু হওয়া এ ভোট কার্যক্রম বিকেল ৪টা পর্যন্ত চলেছে।